ভর্তি তথ্য
জাতীয় বিশ্ববিদ্যালয়/ইউজিসি স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে তিন বছর মেয়াদী স্নাতক (পাস)/স্নাতক (সম্মান) অথবা চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) পরীক্ষায় নূন্যতম ৪০% নম্বর/সিজিপিএ ২.০০ পেতে হবে ।
প্রথমেই ৩০০ (তিনশত) টাকার বিনিময়ে কলেজ কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করে তা যথারীতি পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র, ছবি ইত্যাদিসহ অফিসে জমা দিতে হবে। আবেদনপত্র যথাযথভাবে বিবেচনা করে সন্তুষ্টির ভিত্তিতে কলেজ ভর্তি কমিটি কর্তৃক প্রার্থীকে ভর্তির অনুমতি প্রদান করা হবে। প্রয়োজনবোধে কলেজ ভর্তি কমিটি বাছাই পরীক্ষার (মৌখিক/লিখিত) ব্যবস্থা করতে পারেন। কলেজ কর্তৃপক্ষ কর্তৃক চূড়ান্ত অনুমতি দেয়ার পর অফিসের হিসাব বিভাগে যোগাযোগ করে ভর্তির নির্ধারিত সম্পূর্ণ ফি পরিশোধ করতে হবে। ভর্তির সময় দিবা/নৈশ যে শাখায় ভর্তি হতে ইচ্ছুক তা ভর্তি ফরমে উল্লেখ করতে হবে।
বি.দ্র.: বর্তমানে অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হয়।